নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সমাপ্ত ঘোষনা করা হয়েছে নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজ। উদ্ধাকাজ শেষ করা পর্যন্ত মোট ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
লঞ্চ ডুবির ঘটনা পর থেকে গতকাল ১২ টা পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকে। গতকাল রাতে ৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছিল। আজ সকাল ৮ টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। দুপুর ১২ টার দিকে উদ্ধারকারী জাহাজা প্রত্তয়’ এর সহায়তায় শীতলক্ষা নদী থেকে তুলে আনা হয় লঞ্চটি ।এরপর একে একে লঞ্চের ভেতর থেকে উদ্ধার করা হয় নারী,পুরুষ ও শিশু সহ ২২ জনের লাশ। উদ্ধার করা হয় মোট ২৭ টি মরোদেহ। জীবিত উদ্ধার করা হয় আরও ২০ জনকে।
বিআইডব্লিউটিএর ১৮ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযান শেষে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষনা করা হয় আজ দুপুর ২ টার দিকে।
উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে বলে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেল প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এর আগে ৪ এপ্রিল রবিবার সন্ধা সারে ৬ টার দিকে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীবন্দর কয়লা ঘাটস্থ এলাকায় অর্ধশতাধীক যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সিগঞ্জ যাওয়ার সময় পেছন দিক থেকে একটি কার্গো ধাক্কা দিলে সাথে সাথে ডুবে যায়। সাতরে ১৫-২০ জন পাড়ে উঠে আসতে পারলেও নিখোজ হয় ২৯ জন যাত্রী।