নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে চলমান রয়েছে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ প্রদানের কর্যক্রম। তবে এবার থেকে শুরু হবে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ প্রদানের কার্যক্রম ।
আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাসের টিকার ২য় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হবে বলে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ।
৬ এপ্রিল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ।
তিনি বলেন, সকল পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাস যাতে মোকাবিলা করতে পারি আমরা চেষ্টা করবো । টিকা নিলেও অমাদের অবশ্যেই মাস্ক পরতে হবে।
তিনি আর বলেন, আমদের মাস্ক পড়ায় অনিহা রয়েছে। করোনার সংক্রমণ রোধে বড় একটি ভুমিকা পালন করে মাস্ক । তাই আমাদের উচিৎ মাস্ক পরিধান করা।