৯টি সুনর্দিষ্টি কারনে ৫৪ ধারায় ম্যাজস্ট্রিটেরে আদশে ছাড়াই গ্রফেতার।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ১) কউে পলায়ন করলে বা করার চষ্টো করলে ও পুলশিরে কাজে বাধা দলিে ।
২) আইন অনুসারে বা সরকার আদশে দ্বারা কাউকে অপরাধী বলে ঘােষণা করা হলে।
৩) কোন মামলাযোগ্য অপরাধরে সাথে জড়তি থাকলে বা জড়তি বলে বশ্বিাসযোগ্য খবর বা অভযিোগ থাকলে পুলশি তাকে ৫৪ ধারায় গ্রফেতার করতে পারে।
৪) আইনগত কোন অজুহাত/যুক্তি ছাড়া কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকলে তাকে গ্রফেতার করা যতেে পারে।
৫) কারো কাছে থাকা মালপত্র চোরাই বলে সন্দহে করার যুক্তি সঙ্গত কোন কারণ থাকলে।
৬) বাংলাদশেরে প্রতরিক্ষা বাহনিী হতে পলায়ন করছেনে এই র্মমে যৌক্তকি সন্দহে থাকলে।
৭) যে কাজ বাংলাদশেে করা হলে শাস্তযিােগ্য অপরাধ বলে ববিচেনা করা হত তা বলাদশেরে বাইরে করে থাকলে বা করছেনে এই র্মমে নর্ভিরযোগ্য তথ্য বা যুক্তসিঙ্গত তথ্য সন্দহে থাকলে।
৮) কাউকে গ্রফেতাররে জন্য অন্য কোন পুলশি অফসিাররে কাছ থকেে রকিুইজশিন পাওয়া গলে।
৯) মুক্তপ্রিাপ্ত আসামী কাঃ বিঃ ৫৬৫ (৩) উপধারার নয়িম লংঘন করল।এই নয়িমানুযায়ী জলে থেকে মুক্তরি পর ৫ বছর র্পযন্ত সদব্যবহাররে নয়িম রয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া