নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বাংলাদেশ পুলিশ সব সময় মানুষের সেবা দিয়ে থাকে,মাদক ব্যাবসার থাথে জরিত থাকার অপরাধে সদর মডের থানার এএসআই আলম সোরাওয়ার্দী রুবেলকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেছেন, মাদকের জন্য কাউকে ছাড় দেওয়া হবেনা । বৃহষ্পতিবার বেলা ১১ টায় বন্দর উপজেলার ধামগড় পুলিশ ফাড়ীতে অনুষ্ঠিত ওপেন হাউজডে সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন ওপেন হাউজ ডে হচ্ছে উন্মক্ত আলোচনা।
আপনি এ সভায় যে কোন সমস্যার কথা জানাতে পারবেন। ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশ সক্রিয় ভাবে যুদ্ধে অংশ গ্রহন করে। দেশের বিভিন্ন স্থানে জঙ্গী সমস্যা নিরসন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য অকালে প্রান হারিয়েছে। বন্দর থানা অফিসার ইনচার্জ শাহীন মন্ডলের সভাপতিত্বে ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুর রহমান। বন্দর থানার তদন্ত অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা পুলিশ কমিউনিটি সভাপতি খাইরুল বাসার ভূঁইয়া, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম। আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নূসরাত, মুছাপুর ইউপি মেম্বার মোঃ আমজাদ হোসেন, ধামগড় ফাঁড়ী পরিদর্শক কুতুব আলম সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।