নারায়ণগঞ্জ বাণী২৪.কম: সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক কান্ডে চাকুরি হারালেন সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম।
মামুনুল হক তার স্ত্রী নিয়ে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে গেলে সেখানে স্থানীয় লোকজন তাকে আটক করে।
পরে পুলিশ এসে মামুনুল হককে আটক করলেও হেফাজতের নেতা কর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় হেফাজতের একটি অভিযোগ গ্রহন করেছিলেন ওসি রফিকুক ইসলাম।
ঘটনার পরের দিন ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছিল।
সোমবার বিকেলে স্বররাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ওসি রফিকুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে ককারন হিসেবে বলা হয়েছে, চাকুরীর বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে অবসরে দেওয়া হলো। তবে অবসরের সকল সরকারি সুবিধা ভোগ করতে পারবেন।