সর্বশেষ খবর

সোমবার-নারায়ণগঞ্জে কিছুটা নিন্মমুখী করোনার সংক্রমণ-জেনে নিন গত ২৪ ঘন্টার সর্বশেষ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ জেলা করোনা সংক্রমণের হার কমেছে। গত সপ্তাহ থেকে করোনা সংক্রমণ ৫০ জনের নিচে অবস্থান করছে ।

যদিও মাঝে মাঝে তা ১’শত এর বেশি আক্রান্তর সংখ্যা দাড়াঁয়।

করোনা আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জে মৃৃত্যু হয়েছে ৮৩ বছরের এক পুরুষের গত ২৪ ঘন্টায়। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যুসহ করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২১০ জন



আরও পড়ুনঃ-৭ দিনের রিমান্ডে মামুনুল হক-চাকুরি হারালেন সোনারগাঁও থানার ওসি

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১১৯ জন। নতুন সুস্থতা সহ জেলায় মোট করোনায় সুস্থতার সংখ্যা ১১ হাজার ৯৪ জন।

 আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ



নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ জন। এরমধ্যে সোনারগাঁও উপজেলায় ৪ জন,সদর উপজেলায় ১১ জন,রুপগঞ্জ উপজেলায় ১৫ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ২৪ জন,বন্দর উপজেলায় ২ জন এবং আড়াইহাজার উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ জন।


নতুন আক্রান্ত সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬ শত ৯০ জন।

BRAC-এ Deputy Manager-পদে চাকুরি-আবেদন করতে ক্লিক করুন

জেলা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৮৪১ টি। যার মধ্যে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১২৬৯০ জনের এবং মৃত্যূ বরণ করেছে ২১০ জন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*