তাপমাত্রার রেকর্ড

দেশে ২৬ বছরের তাপমাত্রার রেকর্ড-সামনের কয়েকদিন আরও মহাবিপদ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পবিত্র রমজান মাসে দেশে ক্রমাগতই বাড়ছে তাপমাত্রা। তবে রোজাদারদের কাছে এ যেন আনন্দনের। একটু বেশি কষ্ট করে রোজা রেখে আল্লাহতায়ালার কাছে মুক্তি কামনা জন্য যেন এ  মহা সুযোগ।

 আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ

দেশে গত ২৬ বছরের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড তৈরি হলো আজ। আজ ২৬ এপ্রিল সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরের অবস্থানেই ছিল রাজশাহী। রাজশাহীতে আজ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।



এর আগে ঢাকায় সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা ১৯৯৫ সালে।  ২৬ বছর পর ১৯৯৫ সালের ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে সোমবার কাপমাত্রা উঠে আসে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এর আগে ১৯৬০ সালে ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল।


আজ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় দেশে চলমান তাপদাহের মাত্রায় তেমন কোনো পরিবর্তন আসছে না। তাই ধারনা করা হচ্ছে তাপমাত্রার এ পকোক আরও কিছুদিন থাতবে। তবে আগমী মাস তেকে কালবৈশাখী ঝড় হতে পারে বলেও আবাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার