নারায়ণগঞ্জ বাণী২৪.কম: মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতেই তলিয়ে গেছে বি.বি. রোড সহ নারায়ণগঞ্জের প্রধান সড়ক গুলো।
সেই সাথে পানিতে তলিয়ে গেছে আবাসিক এলাকার রাস্তাসমুহ।
২ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয় বৃষ্টি, মুসলধারে চলে রাত ১১ টা পর্জন্ত। আর এতেই হাটু পানিতে তলিয়ে যায় চাষাড়া এলাকা থেকে বি.বি. রোড সহ শহরের গুরুত্তপূর্ণ রাস্তাঘাট।
এছাড়াও শহরের আবাসিক এলাকা বৃষ্টির পানি জমে গিয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে আবাসিক এলাকার রাস্তায় হাটুপানি জমে আছে, আবার কোথাও দেখা গেছে কোমর পরিমান পানি জমে আছে।
বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা-অবর্জনা মিশে সৃষ্টি হয়েছে দূষিত পরিবেশ।
রাস্তার পাশে ও ড্রেনে পলিথিন সহ ময়লা-আবর্জনা ফেলার কারনে ব্লক হয়ে যায় ড্রেন। তাই সামান্য বৃষ্টি হলেই ড্রেনে পানি নিষ্কাসন ব্যাঘাত ঘটে, দেখা দেয় জলাবদ্ধতা।
সেই সাথে রয়েছে সময় মত ড্রেন পরিস্কারের ঘাটতি। বৃষ্টির কারনে রাস্তায় পানি জমে থাকায় পথচারী চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। এরফলে দেখা দেয় ট্রাফিকজ্যাম।
এথেকে মুক্তি চায় সাধারণ জনগন…