বন্দরের মুছাপুর ইউনিয়নের ভাসমান বেদে পল্লীতে ত্রাণ নিয়ে ডিসি মোস্তাইন বিল্লা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চলমান লকডাউনে নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরনের অংশ হিসেবে এবার অবহেলিত কর্মহীন বেদে পল্লীতে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।



৫ মে বুধবার বিকেল ৪ টায় জেলার বন্দর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের পাশে ভাসমান বেদে পল্লীতে তিনি ত্রাণ বিতরণ করেন।

মহাসড়কের ডালে সওজের পরিত্যক্ত সম্পত্তির ওপর শতাধিক বেদে পরিবারের বসবাস। এই পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বেদে পল্লীর প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন এবং শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষে শিক্ষার প্রতি গুরুত্ব দেন।


এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন