নারায়ণগঞ্জ বাণী২৪.কম দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিমানা এলাকা সহ দেশের ৭ জেলায় চলমান রয়েছে লকাডাউন।
এবার কঠোর লকডাউন দেওয়া হলো সারাদেশে। আগামী সোমবার থেকে সারাদেশে এ লকডাউন কার্যকর থাকবে । লকডাউনে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা,বন্ধ থাকবে জরুরী সেবা প্রদান ব্যতিত সকল সরকারি ও বেসরকারি অফিসমূহ।
২৫ জুন শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে আগামীকাল শনিবার প্রজ্ঞাপন জারী করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমান চলমান লকডাউনে গনপরিবহন যেমন,বাস লঞ্চ ও ট্রেন বন্ধ থাকলেও চলমান রয়েছে সকল এলাকা ভিত্তিক ছোট গন পরিবহনগুলো।
তবে আগামী সোমবার থেকে চলমান লকডাউনে বন্ধ থাকবে ছোট-বড় সকল গনপরিবহন। চালু থাকবে শুধুমাত্র বিশেষ জরুরী প্রয়োজনীয় গনপরিবন সমূহ।
সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে শুধমাত্র বিশেষ জরুরী প্রয়োজনীয় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।