করোনার সর্বশেষ আপডেট

শনিবার-জেনে নিন গত ২৪ ঘন্টার নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত কয়েক মাসের তুলনায় নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের রেকর্ড হচ্ছে । গত ৩ থেকে ৪ মাসে জেলয় সর্বনিন্ম আক্রান্তনের সংখ্যা ৩ ও সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ২০ এর ঘরে ছিল।

তবে হটাৎ করে জেলায় গত কয়েক মাসের রেকর্ড ভেঙ্গে বৃহস্পতবিার ৩৫ জন, শক্রবার আক্রান্ত হয়েছে ৪৫ জন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় হয়েছে ২৪ জন ।করোনার সংক্রমণের ভয়াবহতা রোধে নারায়ণগঞ্জে চলছে ৭ দিনের লকডাউন।



তবে পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে আগামী সোমবার থেকে সারাদেশে অনিদৃষ্টি কালের জন্য কঠোর লকাডাউন আরোপ করা হয়েছে। বাংলাদেশে ভারতে সংক্রমিত করোনার ধরণ পাওয়ার পর থেকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।



আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ জন। আক্রান্তের সংখ্যা আজ কিছুটা কম হলেও জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলোতে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।



গত ২৪ ঘন্টায় জেলার সিটি এলাকা সহ জেলার সকল উপজেলায় পাওয়া গেছে করোনা আক্রান্তর রোগী। গত ২৪ ঘন্টায় সিটি এলাকায় ৭ জন,রুপগঞ্জ উপজেলায় ৩ জন, বন্দর উপজেলায় ৫ জন, আড়াইহাজার উপজেলায় ১, সোনারগাঁও উপজেলায় ৭ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ১ জন ।

আরও জানুনঃ-প্রশিক্ষন সেন্টারের তালিকা সমূহ দেখতে এখানে ক্লিক করুন



সব মিলিয়ে  জেলার গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪ জন। করোনায় নতুন মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২১ জন এবং নতুন আক্রান্ত সহ মোট আক্রান্তের সংখ্যা  ১৩ হাজার ৭৫৪ জন।



জেলা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৩৮ টি। এছাড়াও জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ২২৬ জন।

বর্তমানে জেলায় করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৭জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।