নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ৬৩টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকাডাউন। নারায়ণগঞ্জ জেলা করোনার অতিমাত্রায় ঝুকিপূর্ণ হওয়ায় সারাদেশে লকডাউন আরোপের আগে থেকেই চলছে লকাডাউন।

জেলায় লকডাউন আরোপের বিধি-নিষেধ মান্যতায় মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমাণ আদালত টিম।




লকাডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ জেলায় লকডাউন অমান্যকারীদের ৬৪ টি মামলার মামলায় ৪৩ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মুঠোফোনে তথ্য জানিয়েছেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার। তিনি বলেন, ২৪ ঘণ্টার পর্যায়ক্রমে (রেষ্টার) ডিউটি পালন করছি আমারা। ৩ জুলােই শনিবার সকাল থেকে জেলার ভিভিন্ন স্থানে প্রায় ৪৫ জনকে ৬৩ টি মামলা দিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরও বলেন, যাদের জরিমান করা হয়েছে তারা কেউ বাসা থেকে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেনি। একটি নির্দিষ্ট সময় আটক তাদেরকে আটকে রেখে আবার মুক্ত করে দেওয়া হয় এবং ভবিৎষতে লকডাউন আইন ভঙ্গ না করে সেই মর্মে সতর্ক করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লকডাউন

আগামী ৩০ মে পর্যন্ত বাড়লো লকডাউন-চলবে সবধরনের গণপরিবহন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৩০ মে পর্যন্ত দেশে চলমান লকাডাউন বাড়ানো হয়েছে। তবে আগামীকাল থেকে  সবধরনের গণপরিবহন চলবে সারাদেশ জুড়ে।