নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় বোনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১১ বছরের এক স্কুল ছাত্রী। তার নাম তাসমীম (১১)।তাসমীম ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অধ্যায়নরত অবস্থায় ছিল।
৬ জুলাই সন্ধায় ফতুল্লার সাউদ কমিটি সেন্টার সংলগ্ন হাজী মোঃ নবী হোসেনের বাড়িতে এ আত্মহত্যা ঘটনা ঘটে। তার পিতার নাম এনামুল করিম, পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।
এনামুল করিম, তার তিন মেয়ে সানজিদা ইসলাম সুমাইয়া, আফিয়া, ও তাসমীমকে নিয়ে ফতুল্লার সাউদ কমিটি সেন্টার সংলগ্ন হাজী মোঃ নবী হোসেনের বাড়ির দোতালার একটি ফ্লাটে ভাড়া থাকে।
জানা গেছে, তাসমীম বাড়ীর নিচে নেমে অপর শিশুদের সাথে খেলতে যায়।সন্ধ্যায় বাসায় ফিরে এলে তাকে তার বড় বোন সানজিদা বকাঝকা করে। এরপর মাগরিবের নামাজ আদায় করার পর তার বোন সানজিদা পাশের তাসমীম ডাকতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ পায়। অনেক ক্ষন ডাকা-ডাকির পর কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তামমীমতে দেখতে পায়।
তামমীমের লাউ উদ্ধার করে জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তাহমীমের বাবা এনামুল করিম জানায়, তাহমীম বাড়ির সবার অজান্তেরেই এমন ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ