আক্রান্ত

নারায়ণগঞ্জে করোনার ইতিহাসে সর্বোচ্চ আক্রান্ত আজ-গত ২৪ ঘন্টার সর্বশেষ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা সংক্রমণের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আজ। করোন রেড জোন থাকা অবস্থায়ও আক্রান্তের সংখ্যা ২’শ তে যায়নি।

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্য মৃত্যু বরণ করেছে বন্দর উপজেলার ৭০ বছরের এক নারী। দিন দিন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা । করোনা আবারও ভয়ঙ্কর রুপ নিচ্ছে সারাদেশ সহ নারায়ণগঞ্জ জেলায়।



গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০৩ জন। এর মধ্যে আড়াইহাজার উপজেলায় ৮ জনের,বন্দর উপজেলায় ৫৩ জনের, সিটি এলাকায় ৪৯ জনের, রুপগঞ্জ উপজেলায় ৪১ জনের, সদর উপজেলায় ২৯ জনের এবং সোনারগাঁও উপজেলায় ২৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।



জেলায় নতুন আক্রান্তের সংখ্যাও ২০০  এর উপরে। নারায়ণগঞ্জ জেলায়ও করোনার সংক্রমণ হটস্পট হিসেবে তৈরি হচ্ছে। গতকাল  সারাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল  সর্বোচ্চ ২০১ জন।

আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ

আরও পড়ুনঃ- আরও বাড়ানো হলো কঠোর লকডাউন

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে৫৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৭৮৯ টি । যার মথ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১৪ হাজার ৯৭৫ জনের।



জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া ১ জন সহ মোট মৃত্যুর সংখ্যা ২২৮। তবে জেলা গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ জন। নতুন সুস্থতা সহ মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৪৩১ । বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১৩১৬ জন।



 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।