বাংলাদেশে ওমিক্রন

গণপরিবহন নেই ঢাকা-চিটাগং হাইওয়ে তে

রেদোয়ান ইসলাম (স্টাফ রিপোর্টার): করোনা মহামারীর প্রাক্কালে একের পর এক বিধি নিষেধ আসছেই। ঠিক সেই ধারা অনুসরণ করেই পবিত্র ঈদ-উল আযহা এর পর নতুন করে কঠোর লকডাউন এর সিদ্ধান্ত নেয় সরকার৷

সেই সিদ্ধান্তে উঠে আসে গণপরিবহন থেকে শুরু করে কাঁচা বাজার সহ সকল ধরনের গন জামায়াতে নিষিদ্ধ বহাল থাকিবে।



ঈদ পরবর্তী লকডাউন এর ঘোষণা দেয়া হয় ২৩ জুলাই ভোর ৬ টা থেকে ০৫ আগষ্ট মধ্যরাত অবদি চলবে কঠোর লকডাউন। ঢাকা-চিটাগং হাইওয়ে তে সাধারণ মানুষের সমাগম চলছে স্বাভাবিক ভাবেই। অটো রিকশা আর ভাড়ায় মোটরসাইকেলেই চলছে সকলে।

মদনপুর বাস ষ্ট্যান্ড এলাকায় মানুষের সমাগম স্বাভাবিক। কাঁচাবাজার বন্ধ থাকলেও খোলা আছে ফলের দোকান গুলো। মদনপুর বাস ষ্ট্যান্ড দায়িত্বরত পুলিশ থাকলেও কারো মুখে পরিধান মাস্ক দেখা যায় নি।


বিকাল ৬ টার দিকে কিছু সাংবাদিক এর প্রবেশকালীন সময়ে সাথে সাথে তারা বিভিন্ন ভ্যান এবং ফলের দোকান বন্ধের জন্য অভিযান চালায়। আজ প্রথম দিনের মতো লকডাউনে মানুষের সমাগম খুব বেশি দেখা যায় নি।

শুক্রবার থাকার কারনে আজ অনেকেই ঘর থেকে বাহির হয়নি। আশংকা করা যাচ্ছে এভাবেই লকডাউন মেনে চললে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব অনেকাংশেই কমিয়ে আনা যম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*