ড. মোহাম্মদ ইউনূস

অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করলেন ড. মোহাম্মদ ইউনূস

রেদোয়ান ইসলাম(স্টাফ রিপোর্টার): ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করলেন নোবেল বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (২৩ জুলাই) ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তার হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ড. মোহাম্মদ ইউনূস লিখেন, ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি।

আরও পড়ুন গণপরিবহন নেই ঢাকা-চিটাগং হাইওয়ে তে



তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে না পেরে খারাপ লাগছে। গত ১৫ জুলাই এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, ড. মোহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে। উন্নয়নের জন্য খেলাধুলায় ব্যাপক কাজের জন্য তাকে সম্মানিত করা হবে।

১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ড. মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়লাভ করেন। খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ পাঁচ বছর পূর্বে ‘অলিম্পিক লরেল’ পুরস্কারটি চালু করা হয়।


অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো।

তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। বাংলাদেশের জন্য ড.মোহাম্মদ ইউনূস বড় এক অর্জন এনেছেন, যা কিনা পরবর্তী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণার অংশ হয়ে দাঁড়াবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*