নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বলেছে স্বাস্থমন্ত্রী । আজ ০৩ আগস্ট বেলা ১২ ঘটিকার সময় এক জরুরি সভার ডাক দেয়া হয় সচিবালয় থেকে। করোনা সংক্রমণ রোধে দেশে চলমান লকডানের ময়াদ শেষ হচ্ছে আগামী ৫ আগষ্ট।
এলকডাউন বৃদ্ধি বা শিথিলক করা হবে কিন অথবা চলমান লকডাউন স্থগিত হবে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে সবার সাথে আলোচনা জন্য সচিবালয়ে আজ বৈঠকে আছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যমন্ত্রী সহ আরও অনেকে।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকট তীব্র ধারণ করার পরে আগামী ৫ আগস্ট অবদি লকডাউনের ঘোষণা দেয়া হয়, কিন্তু বিভিন্ন মন্ত্রী পরিষদ থেকে বিভিন্ন সিদ্ধান্তের কারনে বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে চালু হয়ে গেলেও স্বাস্থ্য-মন্ত্রী কিছুটা ইতস্ততা বোধ করেই সকলকে জানায় যারা যেই সিদ্ধান্ত নিয়েই প্রতিষ্ঠান খুলছেন স্বাস্থ্যবিধি অবশ্যই যেন মান্য করা হয়।
নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
বৈঠক শেষে লকাডাউনের বিষয়ে বিস্তারিত জানা হবে বলেও জানা যায়।