আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশের দাপুটে জয়কে আবারও ‘অঘটন’হিসেবে প্রকাশ করলো ভারতের গনমাধ্যেম

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের দাপুটে জয়কে আবারও ‘অঘটন’ হিসেবে প্রকাশ করলো ভারতের গনমাধ্যেম। যেখানে ৫ ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবে নামবে,সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম।

”ফের অঘটন”, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’,এমনি শিরোনামে কলকাতার আনন্দবাজার পত্রিকা।



শীর্ষ পাঁচ দলের একটি,  টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া। সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা, তাই হয়তো তাই হয়তো হিংসাত্নক ভাবেই অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।


নানা শর্ত জুড়ে দেওয়া অজিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের দাপুটে বোলাররা। যেখানে ব্যাট োতে অস্ট্রেলিয়ান বোলারদের ধরাসাই করে টাইগার বাহীনি,২০+২০=৪০ ওভারেই দাপট দেখাচ্ছে টাইগার বাহীনি, সেখানে প্রতিবেশ দেশ ভারতের গনমাধ্যেমে এমন খবর প্রকাশ মোটেও গ্রহনযোগ্য নয় বাংলাদেশি জনগনের জন্য।

এটই প্রথম নয় ভারতের। এর আগেও বাংলাদেশের বড় জয় গুরোকে তারা এখাবেই উপহাস করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আনন্দবাজার’ পত্রিকা

বাংলাদেশের কাছে ক্ষমা চাইল ভারতের ”আনন্দবাজার’ পত্রিকা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ”খয়রাতি’র শব্দ ব্যবহার করার জন্য বাংলাদেশে কাছে ক্ষমা প্রার্থনা করেছে ভারতের বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকা ”আনন্দবাজার”।