পর্যটন ও বিনোদন কেন্দ্র

খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র,পুরোদমে চলবে গণপরিবহন-বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গণপরিবহন চলাচল এবং পর্যটন ও বিনোদনকেন্দ্র আগামী ১৯ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে। তবে কঠোর ভাবে মেনে চলতে হবে কিছু নির্দেশনা। ১২ আগষ্ট বৃহস্পতিবার করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহন চলাচল এবং পর্যটন ও বিনোদনকেন্দ্র সমূহ খোলার ব্যপারে  নতুন এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে , পর্যটন ও বিনোদনকেন্দ্র  অর্ধেক আসনে খোলা যাবে খোলা যাবে। তবে গণপরিবহন চলাচল করবে পুরো দমে আসন সংখ্যা অনুযায়ঢ যাত্রী নিয়ে।



নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ

নির্দেশনায় বলা হয়েছে..

  • সড়ক, রেল ও নৌ-পথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে।
  • আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র  চালু করতে পারবে।



  • মাস্ক পরিধান  সকল ক্ষেত্রে নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
  •  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যাদি কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*