নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আবারও বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। দেশে করোনার সংক্রমণের হার কিছুটা কমতির দিকে হওয়ায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যপারে ভাবছে সরকার।
ইতিমধ্যে প্রথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে খোলার জন্য শতভাগ প্রস্তুতি গ্রহন করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
করোনার সংক্রমণ রোধে দেশে চলমান ছুটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ১১ সেপ্টেম্বার পর্যন্ত করা হয়েছে।
২৬ আগষ্ট বৃহস্পতিবার এসব তখ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ দুপুরে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে দেশে চলমান ছুটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ১১ সেপ্টেম্বার পর্যন্ত কর হয়েছে বলে জানান ডা. দিপু মনি।