বন্যার পানিতে তলিয়ে গেছে এলাকা, তবুও পরিবারের জন্য বিশুদ্ধ পানি নেয়ার জন্য এসেছে এক শিশু
মেয়ে-শিশুরাও পিছিয়ে নেই, সব ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। তেমনি প্রতিটি শিশুর পড়ালেখার অধিকার রয়েছে
ধর্মীয় জ্ঞানের জন্য শিশুদের মানসিকভাবে চাপ প্রয়োগ নয়, সুস্পষ্ট মতামতের মাধ্যমেই বোঝানো উচিৎ
রোহিঙ্গা শিশুরাও হাসতে জানে
হাসতে মোদের নেই মানা
পথশিশুদের রাত্রি-যাপন
যেখানে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ বা জায়গা নেই, সেখানে সুস্থ জাতি গড়ার জন্য শিশুদের শারিরীক মানসিক ভাবে সুস্থ থাকাটাও জরুরি
জীবিকার তাগিদে পড়ালখা থেকে অকালেই ঝরে পড়তে হচ্ছে অসংখ্য শিশুর
ডিজিটালাইজেশন…. নাকি অন্ধকারে ডুবতে যাওয়া এক প্রজন্ম
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বেশির ভাগ শিশুদের স্কুলের ক্লাস মিস দিতে হয়, পরিবারের জন্য বিশুদ্ধ পানি বয়ে আনার জন্য
ছবি: রেদোয়ান ইসলাম