নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চুরান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
২২ নভেম্বর রবিবার রতে মনোনীত প্রার্থীরা নিজ নিজ নির্বাচননী এলাকায় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত হয়েছেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন।
রবিবার রাতে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলী হোসেন এমন সংবাদে এলাকায় আনন্দ মিছল করেছে তার নেতা-কর্মী ও সমর্থকরা। হাইজাদী ইউনিয়নের পাড়ার পাড়ায় মহল্লায় মহল্লায় শুরু হয়েছে আনন্দের আলাপন। আলী হোসেন চেয়ারম্যাননর সমর্থকদের দাবী আওয়ামিলীগ যোগ্য লোকের হাতেই উন্নয়নের প্রতিক নৌকা তুলে দিয়েছেন।
তাদের দাবি আলী হোসেন বিগত নির্বাচনে নৌকা প্রতিক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের আশা আকাংক্ষা পুরনে অনেকটা সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরষ্কার হিসেবে দ্বিতীয় মেয়াদে দলীয় প্রতিক নৌকা প্রদান করেছেন।
এদিকে আলী হোসেন চেয়ারম্যান নৌকা প্রতিক পাওয়ায় রবিবার রাত থেকে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল অব্যাহত আছে। হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বড় ছেলে জোনায়েদ ভূইয়া প্রিন্স,এডভোকেট আব্দুল্লা আল মামুন রাশেদ ও বর্তমান চেয়ারম্যান আলী হোসেন ।