নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নয় পত্র বিতরন শুরু করেছ। প্রথম দিনের আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন চার জন।
আরও পড়ুন’ ”ভয়ঙ্কর ওমিক্রন”-যে বিশেষ কঠোর নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। নৌকা প্রতিক পেতে যে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তার হলেন. বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী,রায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
আজ সোমবার বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়ণ পত্র সংগ্রহ করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির , চন্দন শীলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ছেলে অরিজিৎ শীল এবং খোকন সাহার পক্ষে তার রাজনৈতিক সচিব সুজিত সরকার ফরমটি সংগ্রহ করেছেন।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের চলতি বছরের ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা হতে পারে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে হতে পারে ভোটের দিন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী।