নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় আরও ৪ জনের লাশ ভেসে উঠেছে। ৯ জানুয়ারি রোববার সকালে ধর্মগঞ্জ ঘাটের অদূরে ৪টি মরদেহ ভেসে উঠে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল্লা আল আরেফিন।
তিনি জানান, ট্রলার যে যায়গায় ডুবেছিল, তার কিছুটা দুরে ৪ টি লাশ ভেসে উঠে। তা দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌছে আমার লাশগুলো উদ্ধার করি। এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি ডুবি যাওয়া ট্রলাটি। একই সাথে নিখোজ রয়েছে আরও ৬ জন।
গত ৪ দিন আগে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় ট্রলারটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিল। ঘটনাকালে নিখোজ ছিল ১০ জন। এরমধ্যে একই পরিবারের ছিল ৪ জন।
রবিবার উদ্ধার হওয়া ৪ টি লাশের মধ্যে এক পরিবারের চারজন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ের মরদেহ রয়েছে।
জব্দ করা হয়েছে ঘটক লঞ্চটিকে। একই সাথে আটক করা হয়েছে লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি জসিম মোল্লাকে। ইতিমধ্যে তাদেরকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য।