Narayangnajbani24: কম্পিউটার, মোবাইলের মত এক ইলেক্ট্রনিক ডিভাইস। ছোট কুটির থেকে শুরু করে মহাকাশ গবেষণা। কোথায় নেই এই যন্ত্রটি। নিশ্চয়ই আপনার নিজের কাছেও একটা লেপটপ অথবা ডেস্কটপ রয়েছে। কি করেন এটা দিয়ে আপনি? ব্যাক্তিগত কাজ তাইতো?
আর তাই সম্মুখে থাকা কিবোর্ড-keyboard হয়তো তেমন একটা ব্যবহার করা হয়না। কারন ডান হাতে যে ছোট একটা ইদুর আছে (মাউস)। সমস্ত কাজ এটা দিয়েই, তাই নয়কি?
কিন্তু আপনি জানেন কি? একটি কম্পিউটার চালনা করার জন্য কিবোর্ড হচ্ছে প্রধান অংশ। কিবোর্ড দিয়ে কি না করা যায়। আপনি কিবোর্ডের সর্টকাট মেনুর কাজ জানলে ডান হাতের ইদুররে পেছনে আর দৌড়তে হবে না।
আজকে আপনাদের কিবোর্ডে থাকা Windows Button এর কিছু সর্টকাট মেনু সম্পর্কে বলবো। শিখে নিলে কম্পিউটার ব্যবহার যেমন সহজ হতে তেমনি সময়ও বাচাতে পারবেন।
তবে এই সর্টকাট তখনই কাজ করবে, যদি আপনার Operating System Windows 10 হয়।
⊞ Win+Ctrl+⇧ Shift+Alt+W – – মাইক্রোসফট অফিস এর নতুন ফাইল চালু হবে।
⊞ Win+Ctrl+⇧ Shift+Alt+P – মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর নতুন ফাইল চালু হবে।
⊞ Win+Ctrl+⇧ Shift+Alt+X – মাইক্রোসফট এক্সেল এর নতুন ফাইল চালু হবে।
⊞ Win+Ctrl+⇧ Shift+Alt+L – Linkdin এর নতুন হোম পেজ চালু হবে।
⊞ Win+Ctrl+⇧ Shift+Alt+D – OneDrive চালু হবে।
⊞ Win+Ctrl+⇧ Shift+B – আপনার ডেস্কটপ রিফ্রেস হবে।
⊞ Win+P – কম্পিউটারের প্রজেকশন অপশন চালু হবে। এখান থেকে আপনি প্রজেক্টরের স্ক্রিন Customize করতে পারবেন।
এছাড়াও Windows Key এর আরও অনেক সর্টকাট মেনু আছে। ব্যবহার করতে করতে সব আওত্ব করতে পারবেন।