Shakhasina

অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ‘রহস্যজনক’-পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের ষড়যন্ত্র করছে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ‘রহস্যজনক  মন্তব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের ষড়যন্ত্র করছে একটি মহল।

যেকোন অনাকাঙ্কিত ঘটনা এড়াতে তিন বাহিনী সহ অন্য সকল বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু



১৫ জুন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজটি সম্পন্ন করেছি ,যারা এর বিরোধীতা করেছিল তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন ইতোমধ্যে আপনারা দেখেছেন । একটা ভিডিও আমরা পেয়েছি নিচের দিক থেকে, রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে,রেলের আগুনটা, এটা কিভাবে সম্ভব, এখানে কিন্তু একটা রহস্য আছে।



তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে সবার নজর ও নিরাপত্তা দিতে হবে, তাই সবাইকে বলছি বলবো সবাইকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*