সোনারগাঁয়ে খোরশেদ হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সোনারগাঁয়ে ডেকোরেটর ব্যবসায়ী খোরশেদ আলম (৩৮)হত্যার প্রধান আসামী সুলতান মিয়া সহ সকল আসামীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। ১২এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধ কর্মসুচি পালন করা হয়।

উল্লেখ্য,সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের ফজর আলীর ছেলে খোরশেদ আলমের সাথে একই এলাকার সুলতান মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১মার্চ বৃহস্পতিবার দুপুরে পূর্ব পরিকল্পিত ভাবে সুলতান মিয়ার, ছেলে সিফাত ও রিফাত সহ আরো ৪/৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে খোরশেদ মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতে মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে হত্যা মামলা দয়ের করেন। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম জাানান, খোরশেদ হত্যার প্রধান আসামী সুলতান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া