নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশ সময়ের ভিন্নতা অনুযায়ি সিথিল করা হয়েছে কারফিউ। চলতে শুরু করেছে সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিস সহ সল্প ভাবে শিল্প-প্রতিষ্ঠান।
নারায়ণয়গঞ্জে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউ সিথিল করা হয়েছে। নগরীর চাষাড়া থেকে চালু হয়েছে ডাকা সহ বিভিন্ন রুটে চলামা গনপরিবহন।
রাস্তায় দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্স সহ লেগুনা, সিএনজি টালিত অটোরিক্সা ও ঢাকা গামী বাস। এছাড়াও দুরপাল্লার গনপরিবহন সল্প পরিসরে চলথে দেখা যাচ্ছে।
নগরীতে থাকা রেষ্টুরেন্ট সহ খুলতে শুরু করেছে বিভিন্ন শপিংমল। যদিও নিত্যপ্রয়োজনী পন্যসমগ্রীর দোকান-পাঠ। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইসৃঙ্খলা বাহীনির সদস্যারা। চাষাড়ায় অবস্থান করছে পুলিশ। টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যারা।
সব মিলিয়ে থমথমে অবস্থা বিরাজ করলেও ধিরে ধিরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।