অনুষ্ঠিত হয়ে গেলো শিশু-কিশোর পত্রিকার- “ইয়ং ফটোগ্রাফি কম্পিটিশন’ ও এক্সিবিশন ২০১৮’’।

রেদোয়ান ইসলাম সুস্মিতঃ দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দুরন্ত শিশু-কিশোর পত্রিকার আয়োজনে ফটোগ্রাফি এক্সিবিশন ।  এই পটোগ্রাফি এক্সিবিশনে প্রায় ১০০০ ছবি থেকে ১৫৪ টি ছবি নির্বাচিত হয়। সেরা ৩ ছবির ফটোগ্রাফাকে  দুরন্ত শিশু-কিশোর পত্রিকার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়। ইভেন্ট এর দায়িত্ব  পালন করেন “বাঘ মামা” নামক এক ইভেন্ট ম্যানেজমেন্ট টিম । বাংলাদেশ শিশু একাডেমীর শেখ রাসেল আর্ট গ্যালারি তে দুই দিন ব্যাপি পালন হয়ে গেলো  ” ইয়ং ফটোগ্রাফি কম্পিটিশন ও এক্সিবিশন ২০১৮” এতে অংশ নেয় বাংলাদেশে বসবাসরত সকল কিশোর কিশোরীরা । গত ১৯ ই এপ্রিল এক্সিবিশন এর উদ্বোধন হয়ে ২০ এপ্রিল রাত ৮ টা পর্যন্ত চলে এ আয়োজন। পর প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় । ২০ এপ্রিল বিকেল ০৩ টায় এক্সিবিশন এর সকল  অংশগ্রহণকারী ফটোগ্রাফার দের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত গোলাম মোস্তফা কামাল, কে এম জাহাঙ্গির আলম, গৌতম কৈরি, জোনায়েদ আযিম চৌধুরি,দুরন্ত শিশু কিশোর পত্রিকার সম্পাদক কাজী মনযুরুল আজিজ এবং অভিনেত্রী কাজী নওশাবা । এই কর্মশালা তে সকল ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন । এর পর প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করা হয় গ্যালারী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া