নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আড়াইহাজারে পরকিয়ার জের ধরে সন্তানকে পুড়িয়ে মারার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি জানাতে সাংবাদিক সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ পুলিশ। ২৩ এপ্রিল দুপুুর ১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে সার্বিক অবস্থা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ মনিরুল ইসলাম। মামলার মুল আসামী শেফালী বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠালে শেফালী ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও জানান শেফালী বেগমের যার সাথে পরকিয়া সম্পর্ক ছিল সেই রাশেদুল ইসলাম ওরফে মোমেনকে ২২ এপ্রিল ভোর ৪.১৫ ঘটিকার সময় পুলিশ হেডকোয়ার্টার্সের এল,আই,সি শাখার মাধ্যমে পলাতক মোমেনের মোবাইল ট্রেকিং ও তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তাহার অবস্থান নির্নয় করিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মুড়াকোনা গ্রাম থেকে আড়াই হাজার থানা পুলিশ , জেলা গোয়েন্দা শাখা(ডিবি), ও নান্দাইল থানা পুলিশের যৌথ অভিযানে তাহাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে মোমেন ঘটনার সময় শেফালীর ঘরে উপস্থিত ছিল এ বিষয়ে নিশ্চিত বলে জানান তিনি । তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তাহার জড়িত থাকার বিষয়ে বিস্তারিত রিমান্ডে এনে জিঞ্জাসাবাদের শেষে জানানো হবে।
প্রসঙ্গত গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাড়ৈপাড়া গ্রামের প্রবাসি আনোয়ার হোসেনের স্ত্রী শেফালী বেগমের সহিত একই গ্রামের মোমেনের পরকিয়া সম্পর্ক গড়ে উঠলে এবং গত ১৩ এপ্রিল রাতে তাহাদের অবৈধ মেলামেশা দেখে ফেললে সন্তান হৃদয়(৯) ও জিহাদ(৭) দের বিছানায় আগুন ধরিয়ে দিলে হৃদয় আগুনে পড়ে আঙ্গার হয়ে যায় এবং জিহাদ এখনও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃর সহিত পাঞ্জা লড়ছে। এ ঘটনায় প্রবাসি আনোয়ারের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ এপ্রিল আড়াই হাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।