মালিবাগ এলাকায় রাস্তার বেহাল দশা,বৃষ্টির কারনে কাজের নেই অগ্রগতি

রেদোয়ান ইসলাম সুস্মিতঃ রাজধানীর দক্ষিন সিটি কর্পোরেশন এলাকার মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় গত তিন সপ্তাহ ধরে রাস্তার মাঝে ড্রেন বসানোর কাজ শুরু হয়েছে । বৃষ্টির কারনে থেমে থেমে কাজ চলছে ,তাই জনগনের চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। কিন্তু এই কাজের শেষ কবে হবে কিউ জানে না। রাজধানীতে প্রচন্ড জ্যামের ভোগান্তির সাথে যোগ হয়েছে রাস্তা মেরামতের বিলম্বতা। রাজধানীর জ্যাম এর কারনে কারো অফিস, কারো স্কুল এ পৌছাতে হয় দেড়ি করে। মালিবাগ এর এই রাস্তার পাশেই রয়েছে দুইটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ” ফয়জুর রহমান ইন্সটিটিউট” এবং “সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ”।এই স্কুল কলেজ এর শিক্ষার্থী রা পরছে নানা দূর্ভোগে। অভিভাবকরা  নারায়ানগঞ্জবানী২৪.কম কে জানায়,গত তিন মাস আগেও কাজ শুরু করতে পারতো,কিন্তু আমাদের দেশের রাস্তার কাজ শুধু বৃষ্টি নামলেই শুরু করা হয়। শুধু শিক্ষার্থী নয় এখানে আবাসিক এলাকা থাকায় দূর্ভোগে পরছে সাধারণ জনগন সকলেই। আর বৃষ্টি নামলে রাস্তা প্রায়ই ডুবে যেত এই নিয়ে জনগন আগে থেকেই দূর্ভোগে ছিলো, এখন যেন আরো বেরে গেলো এই দূর্ভোগ।   ফুটপাত এর উপর দিয়েই যাচ্ছে হুন্ডা / বাইসাইকেল।  এই কাজ দ্রুত শেষ করার জন্য আহবান জানায় স্কুল কলেজের অভিভাবকগন। কারন রমজান মাসে এক বড় দূর্ভোগে পরবেন সকলেই। তবে জানা গেছে রমজান মাসের আগেই কাজ শেষ  হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।