২০১৯ বিশ্বকাপের সময়সূচী প্রকাশ করলো আইসিসি

ফেরদৌস রহমানঃ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাকি ৪০০ দিন। তার আগেই শুরু হয়ে গেছে বইছে বিশ্বকাপ ঝড়। ঘোষণা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি। চলবে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত। আগামী বছরের ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ক্রিকেটে সেরা হবার দ্বাদশ আয়োজন।শুরুর ঠিক চারদিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।এরই মধ্যে ঘোষণা হয়েছে টাইগারদের ম্যাচগুলোর দিন-তারিখ।এবারের আয়োজনে রাউন্ড রবিন ও নকআউট ফরম্যাটে বিশ্বকাপ খেলাবে আইসিসি। যার অর্থ সব দলের সঙ্গে সব দলের একটি করে ম্যাচ হবে। নকআউট পর্বে প্রত্যেক ম্যাচের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে।আগামী বছরের বিশ্বকাপে মোট ১০টি দেশ অংশ নিবে। ২০১১ ও ২০১৫ সালের বিশ্ব আসরে খেলেছিল ১৪টি দেশ। আইসিসি ওয়ানডে র‌্যাকিংয়ের প্রথম সাতটি দেশ সঙ্গে স্বাগতিক ইংল্যান্ড আগেই জায়গা করে নিয়েছিল।এছাড়া ২০১৮ ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম দুটি দেশ এই টুর্নামেন্ট খেলবে।২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো –

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আইসিসি রেঙ্কিং

আইসিসি রেঙ্কিং প্রকাশ-বাংলাদেশের স্থান সর্বনিন্মে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আইসিসি-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের রেঙ্কিং প্রকাশ করা হয়েছে। সেরা দশ দলের প্রথম স্থানে রয়েছে ভারত। এর আগে প্রথম স্থানে ছিল নিউজিল্যান্ডকে।