রিপোর্টার : রোহান অর্পন
লাক্স চ্যানেল আই সুপারস্টার বাংলাদেশের অন্যতম রিয়েলিটি শো গুলোর একটি। যার সূচনা ঘটে ১৯৯৫ সালে। প্রথম দিকে এই সুন্দরী প্রতিযোগিতাটির আয়োজন ছোট করে হলেও ২০০৫ থেকে ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে। উপহার দিচ্ছে নতুন সব মুখ। লাক্স সুপারস্টার থেকেই বিদ্যা সিনহা মিম, জাকিয়া বারি মম, মেহজাবিন চৌধুরির যাত্রা শুরু হয় মিডিয়া জগৎে। এ বছরের এপ্রিল মাসে শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টারের নবম আসর। গতকাল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে। প্রত্যেকবারের মতো এবার ও জনগন উৎসুক ছিলো কে এই সুন্দরী প্রতিযোগিতার মুকুট ছিনিয়ে নেয়। অপেক্ষার পালা শেষ। জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়ুয়া মিম মানতাসা হন এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টারের বিজয়ী। প্রথমবারের মতই মানতাসা কোনো রিয়েলিটি শো তে অংশগ্রহন করেন। মানতাসা মিমশুরু থেকেই ভালো পারফরমেন্স দিয়ে দর্শক ও বিচারক দের মন জয় করে এসেছেন। শুধু তাই নয় এবার ঈদে তাহসানের সাথে একটি নাটকেও অভিনয় করতে যাচ্ছেন তিনি।