নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আজ থেকে কোঠা সংস্কার আন্দোলন আবার সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে শুরু হচ্ছে। রাবি তে প্রথমে সল্প সংক্ষক শিক্ষার্থী থাকায় আন্দোলন না কারার ঘোষনা দিলেও শিক্ষর্থীদের তোপের মুখে আন্দোলনে নামছেন। কোঠা সংস্করের প্রজ্ঞাপন জারি বিলম্বিত করায় ফের আজ থেকে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর সংসদে সরকারি চাকুরির উপর সকল কোটা তুলে দেওয়ার ঘোষনা দেওয়ার পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রজ্ঞাপন জারির আগ পর্জন্ত কোটা সংস্কার আন্দোল স্থগিত করেছিলেন । তবে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করায় বিলম্বিত দেখে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতারা বিভিন্ন সময়ে সরকারি দলের নেতা ও সরকারি আমলাদের সরনাপ্ন হয়ে কোন সুখবর পায়নি । গত ৭ মে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এর পর তারা ৮ টিএসিতে মানববন্ধন করে ও ১০ মে এর মধ্যো প্রজ্ঞাপন জারি না হলে ১২ ই মে থেকে আন্দোলনে নামার ঘোষনা দিয়েছিলেন।