ইফতার সামগ্রী নিতে গিয়ে চট্রগ্রামে ১০ জন নিহত।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ইফতার সামগ্রী নিতে গিয়ে চট্রগ্রামের সাতকানিয়ার চাপা পরে  ১০ জনের  মৃত্যূ হয়েছে ও প্রায় ১০০ জনেরো বেসি আহত হয়েছে। একটি ইস্পাত কারখানায়  ইফতার সামগ্রী নিতে প্রায় ২০ হাজার লোক জরো হয়। তব খোলা মাঠের ধারন ক্ষামাত ৮ থেকে ৯ হাজার। ধারনা করা হচ্ছে প্রচন্ড গরমের হিটষ্টোক হয়েও মৃত্যূবরন করতে পারে মৃত ব্যক্তিরা। ২০০৬-২০০৭ সালে এখানে একই ভাবে ৬ জনের মৃত্যু হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার রেজাউল মাসুদ জানিয়েছেন, যে নয় জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী। তাদের  তাদের নাম-পরিচয়  এখনো যানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন