এবারের রমজান হোক ভার্চূয়াল ভাইরাস মুক্ত, জীবনের শ্রেষ্ঠ রমজান!

রেদোয়ান ইসলাম সুস্মিতঃ ঘন ঘন সেলফি তোলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্যে ব্যাকুল হওয়ার নাম ই ” সেলফিটিস”। মনোবিজ্ঞানীরা এটাকে মানসিক রোগ বলে চিহ্নিত করেছেন। দ্যা টেলিগ্রাফ এর এক প্রতিবেদন এ প্রকাশ পায় সাধারণত যারা হীনমন্যতায় ভোগে এবং অনুকরণপ্রিয় ( ট্রেন্ডি ), তারাই মূলত সেলফি রোগে আক্রান্ত হয়ে থাকে। অনলাইন শপিং || নতুন ফুটানি অনলাইন শপিং এর অভ্যাস আপনাকে অপ্রয়োজনীয় কেনাকাটা, ঋন এবং পণ্য আসক্তির দিকে ঠেলে দেয়। সাইকোলজি টুডে-র একটি রিপোর্টে পণ্যাসক্তিকে এলকোহল আসক্তির সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী ড. এপ্রিল বেনসন। বর্তমান বিশ্ব জুড়ে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন ই রয়েছে ইন্টারনেট ব্যাবহারকারী( তথ্য : ইউনিসেফ ) অতিরিক্ত ভার্চুয়াল ডিভাইসের ফলে শিশুদের অনিদ্রা, মেদস্থূলতা, স্কিনের সমস্যা দেখা দেয়। জানা যায় ফেইসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যতো বেশি সময় কাটায় সে তত বেশি হতাশায় ভোগে এবং একাকী থাকতে পছন্দ করে ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাত জাগার কারনে স্কুল বা কলেজে যেতে সমস্যা হয়, অনেকেই দূর্বল হয়ে পরে তাছাড়াও অনিদ্রার কারনে কারো কারো মানসিক সমস্যা দেখা দেয় এবং পড়ালেখায় মনযোগ বসে না। আমাদের সকলের ভার্চুয়াল ডিভাইস কম ব্যাবহার করতে হবে, ফেইসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো প্রয়োজন ছাড়া ব্যাবহার করা যাবে না , পরিবার কে বেশি বেশি সময় দিতে হবে। এবারের রমজান হোক আসক্তি মুক্ত, জীবনের শ্রেষ্ঠ রমজান! আপনি ভাগ্যবান আপনি আরেকটি রমজান পেয়েছেন। ভূলে গেলে চলবে না রোজা ইসলামের পাচঁটি স্তম্ভের একটি। এ মাস বরকতপূর্ন মাস। আপনিও দুনিয়া আখিরাতের কল্যানলাভে পরিকল্পিতভাবে এ মাসটিকে কাজে লাগান। । এই প্রত্যাশাই সকলের কাছে ব্যাক্ত রইলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া