নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আম সাধারনতই একটি রসাল ও সাুস্বাদু ফল। আম খেতে পছন্দ কারেনা এমন কাউকে খুজে পাওয়া দায়।আমে প্রচুর পরিমনে কিটনাশক ও ফরমালিন ব্যাবহারের ফলে আম খাওয়ার কারনে মানব দেহে কেন্সারের মত রোগ দেখা দেয়। তাই আসুন জেনে নেই বাজারে অাম কিনতে গেলে কিভাবে বুজব আমে ফরমালিন আছে কিনা।
১) অামের গা মসৃন ও মোলয়েন হবেনা।
২) ফরমালিন মুক্ত আম দেখতে কাটা পাকা রং হয়ে থাকে।
৩) আমের গায়ে কিছুটা সাদটে ও কালো কালো দাক থাকবে।
৫) আমের মুখের দিকে টক ও মিষ্টি স্বাদ লাগবে ।
৫) কিছু আম পাকা হলেও রং সবুজ হয় ,ফরমালিন মুক্ত আম সবুজ হলেও গায়ে কালো কালো দাগ হব।