এ গ্রীষ্মে চুলের যত্ন নিবেন যেভাবে

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ গরমের এই মৌসুমে নিদারুণ হাল হতে পারে চুলের। চুলকে দুর্দশার হাত থেকে রক্ষা করতে আসলে তেমন বড় কোনো পদক্ষেপের প্রয়োজন পড়ে না। প্রয়োজন শুধু গতানুগতিক ধারার অতি জনপ্রিয় বিষয়গুলো একটু লক্ষ করা। এতে করে দুর্দশা এড়িয়ে, চুল থাকবে স্বাস্থ্যকর।
সম্প্রতি হিন্দুস্তান টাইসের প্রতিবেদনে ভারতের ‘এনইইউ সেলুনস’-এর পরিচালক ভিভর কিছু পুরনো প্রচলিত বিষয়কে তুলে ধরেন। সেই প্রতিবেদনে ভিভর জানান, মানুষের আদিকাল থেকে মেনে আসা জনপ্রিয় বিষয়গুলোই চুলকে সুরক্ষা করেতে সাহায্য করে। দেখে আসা যাক ভিভরের তুলে ধরা সেই মিথগুলো।

সময়মতো চুল কাঁটাঃ  চুলকে স্বাস্থ্যকরভাবে বেড়ে তুলতে হলে অবশ্যই নিয়মিত চুল কাটাতে হবে। কেননা সময়মতো চুল কাটলে সেই চুল আরও দ্রুত বেড়ে ওঠে।

ভেজা চুলে শ্যাম্পুর ফেনা তৈরিতে সাবধানঃ চুল যখন ভেজা থাকে তখন স্বাভাবিকভাবেই চুলের গোড়া অনেক বেশি নরম থাকে। তাই ভেজা চুলে শ্যাম্পুর ফেনা তৈরিতে সাবধান থাকা উচিত। এ সময় খুবই হালকাভাবে কয়েক মিনিট মাথায় শ্যাম্পু মালিশ করতে হবে।

চুল ছিঁড়ে যাওয়া বা পড়ে যাওয়াঃ ব্লিচ করা চুলের জন্য খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। এ ছাড়া অকালে চুল ছিঁড়ে যাওয়া বা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে প্রয়োজন সপ্তাহে এক দিন ভালো মানের হাইড্রেটিং বা ময়েশ্চারাইজারসম্পন্ন শ্যাম্পু ব্যবহার করা। সেই সঙ্গে সপ্তাহে এক দিন চুলের জন্য ভালো মানের মাস্ক ও কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে।

থাকা চাই দুশ্চিন্তামুক্তঃ দুশ্চিন্তা কখনোই ভালো ফলাফল নিয়ে আসে না। চুলের ক্ষেত্রেও তাই। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে চুল পড়ে যেতে পারে, রুক্ষ হয়ে যেতে পারে, একেবারে নষ্ট হয়ে বরবাদ হয়ে যেতে পারে চুলের বর্তমান অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।