১৪১ জন যাত্রী নিয়ে ঢাকাগামী বিমান বেচে গেল ক্রাসের  হাত থেকে ।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ মদীনা  থেকে ঢাকাগামী একটি বিমান আজ ক্রাশের হাত থেকে বেচে গেল । মদীনা থেক উড্ডয়নের পর হাইড্রোলিক গেয়ারে ক্রুটি দেখা দেয় । পরে পাইলট আব্দুল আজিজ  তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আল্লাহর রমহতে কয়েকবার চেষ্টার পর জেদ্দা বিমান বন্দরে অবতরন করতে সক্ষম হয়েছে । বিমানে ১৪১ জন যাত্রী,১০ জন কেবিন ক্রুসহ মোট ১৫১ জন যাত্রী ছিল । জানা গেছে এতে প্রায় ৭৪ জন যাত্রী আহত হয়েছে । আহত ব্যাক্তিরা অধিকাংশই বাংলাদেশি । সামনের চাকা কাজ না কারায় পেছনের দু্ই চাকার উপর ভর কারেই অবতরন করে বিমানটি । এর কারনে বিমানের সামনের দিকে আগুন লেগে গেলে, ততক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন নেভাতে সক্ষম হওয়ার কারনে পুরো বিমানে আগুন লাগা থেতে বেচে যায় বিমানটি । আহতদের ৪ জন কে হাসপাতালে ও বাকিদের এয়ারপোর্টে প্রাথমিক চিকিৎসা প্রদান করছে  বিমানবন্দর কর্তৃপক্ষ । তবে এতে কোন নিহতের খবর পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাংলাদেশ পুলিশের পলওয়েল বোর্ড সভা অনুষ্ঠিত

নারায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পলওয়েলকে