মৃত্যুর কাছে হার মানল সিলেটের মুক্তামনি।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ সব চিকিৎসাকে ব্যার্থ করে না ফেরার দেশে চলে গেল ‍সিলেটের মুক্তামনি। বিরল এক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সঙ্গে লড়াই করছিল মুক্তামনি। তার হাত ফুল গিয়েছিল কয়েকগুন বেসি,হাতের ভেতর থেকে বেরিয়ে আসছিল অচেনা বড় বড় পোকা। ধীরে ধীরে এই রোগ ছরিযে যায় সারা শরিলে ২০১৭ সালের ২২ ডিসেম্বর বাড়ি ফিরে যায় মুক্তমনি।

পরে প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নিলে  সিঙ্গাপুর নেওয়ার   উদ্যোগ গ্রহন কারা হয়। সিঙ্গাপুরের  চিকিৎসকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তামণির হাত দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। একইসঙ্গে অপারেশনের অপারগতা প্রকাশ করেন। তারপর থেকে আবার  ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকরা  অপারেশন করার সিদ্ধান্ত গ্রহন করেন । কয়েক দফা অপারেশনও করেন,তবে হাতের কোনো পরিবর্তন আনতে পারেননি।মক্তামনির পরিবারও হাল ছেড়ে দিয়েছিলেন ,সাথে মুত্তামনিও। ৬ মাস চিকিৎসার পর ১ মাস ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল মুক্তামনি। ফেরা হল না আর তার হাসপাতাল । চলে গেলেন না ফেরার দেশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনার সর্বশেষ আপডেট

বুধবার-খাঁনপুরে করোনায় মৃত্যু আরও ২ জনের-গত ২৪ ঘন্টার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ২। এর মধ্যে জেলার সোনারগাঁও উপজেলার ৪০ বছর বয়সী এক নারী ও বন্দর উপজেলার ৮০ বছরের এক পুরুষ ।