রাশিয়া বিশ্বকাপে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য

 

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আর্জেনন্টিনা দল থেকে ছিটকে গেল অিভিজ্ঞ  গোলরক্ষক সার্জিও রোমেরো।  বিশ্বকাপ ২০১৮  শুরুর মাত্র ২২ দিন । হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ রাশিয়া বিশ্বকাপ ২০১৮ খেলা হচ্ছেনা এই গোল কিপারের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে,শিগগিরই তার বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে  ।

২০১০ ও ২০১৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ও  আর্জেন্টিনার  গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি (৮৩) ম্যাচ খেলেছেন রোমেরা । মঙ্গলবার  অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট লাগলে পরীক্ষার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়ে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপ স্কোয়াডে আর্জেন্টিনার ২৩ সদস্যের  মধ্যে মারোর পাশাপাশি আরও দুই গোলরক্ষক  হলেন চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি।  রোমেরোর বিকল্প হিসেবে তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দলে অন্তর্ভূক্তি করা হবে বলে জানিয়েছে এএফএ।

সূত্র: গোল ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।