ভারতের কাছে কোনো প্রতিদান চাই নাঃ-প্রধানমন্ত্রী

রোহান অর্পনঃ গত বুধবার বিকেলে গনভবনে আয়োজিত সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ভারতকে যা দিয়েছে, ভারত সরকার যারা জীবন তা মনে রাখবে। কিন্তু এর বিনিময়ে কোনো প্রতিদান চাননা তিনি।

উক্ত সম্মেলনে একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক জানতে চান, ভারতের পত্রিকায় ছাপা হয়েছে যে বাংলাদেশ এখন ভারতের কাছে প্রতিদান চায় ; আসলেই আপনি কোনো প্রতিদান চেয়েছেন কিনা, কোনো আশ্বাস পেয়েছেন কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রতিদানের কিছুই নেই এখানে। আমি কোনো প্রতিদান চাই না। কারো কাছে চাওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস আমার বেশি।আমরা ভারত কে যা দিয়েছি, সেটা ভারত সারা জীবন মনে রাখবে। গত শুক্রবার দুই দিনের সরকারি সফরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যৌথভাবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন। বাংলাদেশ ভবনে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়।

অন্যান্য বিদেশ সফরের মতো এবারও বাংলাদেশে ফিরে এসে গনভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইতালি প্রবাসী

যে কারনে আবারও স্কুল বন্ধ হবে-জানালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আবারও বন্ধ হয়ে যেতে পারে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।০১ ডিসেম্বর বুধবার গণভবন