নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বিশ্বের ক্ষমতাবান দেশগুলির সামরিক বাহিনী গুলোকে শক্তিশালী করতে ব্যাস্ত হয়ে পড়েছে। সেদিক থেকে বর্তমান সময়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরাও বলছেন,চীন সামরিক দিত থেকে যুক্তরাষ্ট্র থেকেওে এগিয়ে গেছে।
২০১৮ সালের সামরিক ভারসাম্য প্রতিবেদনেও উঠে এসেছে এমন খবর।
যুক্তরাজ্যের আইআইএসএস’ বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তিতে যাক্তরাজ্যেকের ছরিয়ে গেছে চীন। চীন নৌ ও বিমান বাহিনী সবচেয়ে বেসি এগিয়ে।
চীনের সামরিক বাহিনী গুলোতে রয়েছে, আলট্রা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল,ঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।নৌবাহিনী-বিমানীতে রণতরী, টাইপ-৫৫ ক্রুজার,বিমান থেকে বিমানে (এয়ার টু এয়ার) আঘাত করে এমন ক্ষেপণাস্ত্র সহ রাডার ফাকি দেওয়ার মত প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান।