মাদক নিয়ে সুন্দর একটা কবিতা, লিখেছেন-নূর ইসলাম

 মাদক ছুঁইয়ো না

–অধম নূর ইসলাম

          “মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা।

মাদক’কে করো ঘৃণা- ভাই!

নইলে সমাজ করবে ঘৃণা,

মাদক ছুঁইলে তোমায়।

আজ মিথ্যে মহলে

হাবা হয়ে খাচ্ছো তুমি ইয়াবা!

নিজেকে ভাবো জ্ঞানী।

যে হাতে নিয়েছো মাদক তুমি

যে মুখে খাচ্ছো মাদক তুমি,

একবারও কি ভেবে দেখেছো

সমাজের চোখে- তুমি কতটুকু দামি?

মাদক’কে ঘৃণা করে যারা

মাদক থেকে দূরে থাকে যারা,

জ্ঞানের জ্ঞানীই তারা।

মাদক ছুঁইয়ো না, মাদক খেওনা।

মাদক’কে করো ঘৃণা- ভাই।

বাবা- মায়ের ভালোবাসা কোনো দিনই পাবেনা!

মাদক ছুঁইলে হায়।

চলো সময়কে কাজে লাগাই ভাই

সময়ের চেয়ে নাকি-?

জীবনের মূল্য অনেক বেশি!

এসো মাদক’কে ঘৃণা করি,

জীবনকে ভালোবাসি-

নিজেকে ভালোবাসি।”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।