রিয়াল ছাড়ছে রোনালদো

মাহরেজ বাহার

ক্রিস্টিয়ানো রোনালদো ,  যিনি ক্লাব এবং দেশের হয়ে জীবনে অনেক কিছুই পেয়েছেন। তবে তার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যেঁ সকল রেকর্ড করেছেন,তা যে চিরজীবন ফুটবল ইতিহাসে অমর থাকবে তা সবারই জানা।যেই রিয়াল মাদ্রিদে থেকে নিজেকে সেরা খেলোয়ারদের তালিকাতে নাম লিখিয়েছেম সেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো।আগামী গ্রীষ্মকালীন দল বদলে রিয়াল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন রোনালদো,এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পর্তুগীজ এক গণমাধ্যম। রোনালদো যেঁ রিয়াল ছাড়বে তা আগেই অনুমেয় ছিলো সবার কাছে।তবে তা এখন বাস্তবে রুপ নেওয়ার পালা। গত ২ দিন আগে লস ব্লানকোস ম্যানেজার জোসে এঞ্জেল সানচেজ এর সাথে রোনালদোর এজেন্ট জোরজে মেন্ডেস এর সাথে এক মিটিং হয়,যেখানে এজেন্ট রোনালদোর ইচ্ছার বেপারটি নিশ্চিত করে। তবে কেনো রোনালদো ক্লাব ছাড়তে চায়,তা নিয়ে কিছুটা ধোয়াসা তার ভক্তদের মাঝে থাকতেই পারে।বর্তমানে রিয়াল এই তারকার বেতন নেইমার এবং মেসির থেকে কম।যেখানে নেইমার জুনিয়র ৫,১৫,০০০ পাউন্ড এবং লিওনেল মেসি ৫,০০,০০০ পাউন্ড বেতন পায় সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন ৩,৬৫,০০০ পাউন্ড।বেতন নিয়ে রিয়াল বস পেরেজ এর সাথে রোনালদো আগেও কথা বলেছিলেন। যেখানে পেরেজ রোনালদোকে বলেন যদি রিয়াল ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ী হয়, তবে রোনালদো হবেন সব চেয়ে বেশি বেতনভোগী খেলোয়ার।তবে ২০১৭ সালের পর ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও রিয়াল জয়ী হয়,কিন্তু পেরেজ তার কথা রাখেনি।যেই অভিমান থেকেই রোনালদো রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এখন কথা হলো যদি রোনালদো রিয়াল ছেড়ে দেয় তবে তার আগামী গন্তব্য কোন ক্লাব হবে? এই নিয়ে কোন সন্দেহ নেই যেঁ রোনালদো রিয়াল ছাড়লে বড় বড় ক্লাব টাকার ভান্ডার নিয়ে তার জন্য অপেক্ষা করবে তবে এই দৌড়ে এগিয়ে আছেন ২ টি ক্লাব।হয়তো রোনালদো তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এ ফিরে যেতে পারেন,যেখানে রয়েছে তার পুরোনো গুরু হোসে মরিনিয়ো।অন্যদিকে পিএসজি থেকে নেইমারকে চাচ্ছে রিয়াল,সেক্ষেত্রে রোনালদোর সাথে নেইমারের বদল হতেও পারে। সুত্র: গোল.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সর্বকালের সেরা পাঁচ ফুটবল খেলোয়াড়

লেখা : শরীফ মাসুদুর রহমান (সৈকত) – বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফূটবল। একটি দেশ চালাতে যেমনি শাসকদের প্রয়োজন হয়, তেমনি ফুটবল বিশ্বকে এ যাবৎকাল পর্যন্ত শাসন করে রেখে বিভিন্ন সময়ের বিভিন্ন সেরা খেলোয়াড়েরা। আজ আমরা ৫ জন ফুটবল রাজাদের সম্পর্কে জানব। — ১. পেলে– ফুটবলের সর্বকালের রাজা, কালামানিক যা ই বলা হোক না কেন তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।পেলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৫৭ সালের ৭ জুলাই মারাকানায়, আর্জেন্টিনার বিপক্ষে।