ফেরদৌস রহমানঃ ঈদ মানেই আনন্দ । আর সেই ঈদে আরো একটু বাড়তি আনন্দ আনে ঈদের নতুন পোশাক। সমাজের সর্বস্তরের মানুষ ঈদের পোশাক কিনতে ভীড় জমায় বিভিন্ন শপিং মলে, ব্রেন্ডের দোকান গুলোতে । তারা তাদের সাধ্যের মতো পছন্দে ও মানানসই পোশাকটাই বেছে নেন। এখন পছন্দের পোশাকটা যদি কোনো নামি-দামি ব্রান্ডের হয় এবং ঠিক একই পোশাক যদি কোনো ফরমাল পোশাকের দোকানে পাওয়া যায় এবং মুল্যের আকাশ পাতাল তফাৎ থাকে তাহলে নিশ্চই তার ভুক্তভোগীর মন খারাপের সীমা থাকেনা এটা কথা সবারই জানা আছে । তাছাড়া মনে মনে সেই ব্রেন্ড বা ফরমাল পোশাকের উপর রাগ ঝারা ছাড়া কিচ্ছু করার নেই । সাথে থাকে বাংলাদেশি পোশাক আর ব্রেন্ডের ডিজাইনারদের নিয়ে তুমুল সমালোচনা । ঠিক একই ঘটনা ঘটেছে এক ভুক্তভোগীর সাথে । তিনি রাজধানীর নামকরা ব্রেন্ড ক্যাটস আই ( Cats Eye) থেকে একটি শার্ট কিনেন ২১৫০ টাকা দিয়ে । কিন্তু কোনো ক্রমে তিনি ঠিক একই ডিসাইন ও একই কালারের শার্টটি দেখতে পান রাজধানীর আরো একটি ফরমাল পোশাকের দোকানে এবং তিনি সেটাও কিনেন ৪৫০ টাকায় । এই বিষয়ে তিনি হতাশা ব্যাক্ত করেন। এখন প্রশ্ন থেকে যায় যে, শার্টটি কি একই ডিসাইনারের বানানো , নাকি ফরমাল দোকানের পোশাকটির ডিসাইন নকল করে ব্রেন্ডের নাম চালিয়ে দিয়ে বেশি লাভ করা ।