তুমি সুন্দর
– অধম নূর ইসলাম
“হাটছে মানুষ, ছুটছে
স্বার্থের ঘোড়া- ঐ!
কে কার খবর লই?
সুন্দর, তার চেয়েও সুন্দর
নেই কোনো রং-
তুমি সুন্দর, যতটুকু
সুন্দর তোমার মন!
আঁধারে অনেকে হাসে
অনেকে আলোতে ভাসে,
কাঁদছে অনেকে কাঁদছে!
খাবার খাচ্ছে, আবার যাচ্ছে
ছুটছে ব্যস্ত শহরে!
ব্যস্ত জীবন, ব্যস্ত শহর
ব্যস্ত সবাই নিজ স্বার্থে।
তুমি সুন্দর,
যতটুকু সুন্দর তোমার মন।”