আমিনুল ইসলামঃ ৪ বছর ঘুরে ফুটবল বিশ্বকাপ আবার আমাদের দরজায়। আর মাত্র কয়েক ঘন্টা পরেই রাশিয়ার লুঝনিকি স্টেডিয়াম পর্দা উঠবে ২১তম ফুটবলের বিশ্ব আসরের।উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হবে এবারের বিশ্বকাপের থিম সং ” লিভ ইট আপ” দিয়ে। যা পরিবেশন করবেন নিকি জেম,উইল স্মিথ এবং ইরা ইস্ত্রেফি। তাছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত তারকা রবি উইলিয়ামস। তাছাড়াও মঞ্চে থাকবেন রুশ সংগীতশিল্পী আইদা গারিফুলিনা।আরো থাকবেন অপেরা সংগীতশিল্পী প্লাসিডো ডমিংগো ও পেরুভিয়ান সংগীতশিল্পী হুয়ান ডিয়েগো ফ্লোরেজ। সাধারনত প্রতি বিশ্বকাপ আয়োজক দেশ তাদের বিশ্বকাপের উদ্ভোধনী অনুষ্ঠানে তাদের দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে চায়। রাশিয়াও তাদের ঐতিহ্য রুশ সংগীতকে তুলে ধরবে। যার জন্য থাকবে ৫০০ নৃত্যশিল্পী ও জিমন্যাষ্ট। আজকের অনুষ্ঠানে ফুটবলারদের হয়ে প্রতিনিধিত্ব করবেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো রোনালদো লিমা। আর এই ফুটবল যুদ্ধের জন্য অপেক্ষায় রয়েছে কোটি কোটি মানুষ। ২০১৪ সালের ফাইনাল ম্যাচটি পৃথিবীর প্রায় ১০০ কোটির বেশি মানুষ লাইভ দেখেছিলো। তা থেকেই বুঝা যায় যে কি পরিমান উত্তেজনা। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। তার আগে বাংলাদেশ সময় রাত ৭ টায় শুরু হবে বিশ্বকাপের মূল উদ্ভোধনী অনুষ্ঠান।