সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিকদের

আমিনুল ইসলামঅপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশ সময় ঠিক ৯ টায় মাঠে নামে এ গ্রুপে থাকা স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব।এর আগে মাত্র এক ম্যাচে দেখা হয়েছিলো এই দুই দলের। সেই ম্যাচে ৪-০ গোলে সৌদিকে হারিয়েছিলো রাশিয়া। খেলার শুরুতেই মাঠে দর্শক হিসেবে দেখা যায় সৌদি বাদশাহ সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। ম্যাচের ও এবারের বিশ্বকাপের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ১২ মিনিট। খেলার ১২ মিনিটের সময় ইউরি গ্যাজিন্সকি এর গোলে এগিয়ে যায় রাশিয়া। ম্যাচের ২৪ মিনিটের সময় হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিতে পড়ে মাঠ থেকে বিদায় নেন এল্যান জাগোয়েভ। তার বদলে মাঠে আসা সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ডেনিস চেরশিভ এক দূর্দান্ত গোল করে রাশিয়াকে ২-০ তে লিড এনে দেন ম্যাচের ৪৩ মিনিটে। ম্যাচের ৭১ মিনিটে সৌদির গোলপোস্টে আঘাত আনেন আর্তেম যুবা। ৩-০ তে এগিয়ে যায় রাশিয়া। ম্যাচের যখন প্রায় শেষ সময় ৯১ মিনিট, তখন আবারো অসাধারন এক গোল করেন ডেনিস চেরশিভ। এবং সর্বশেষ ম্যাচের ৯৪ মিনিটে এলেক্সান্ডর গোলোভিন এর গোলে ৫-০ এর বিশাল জয় নিয়ে মাঠে ছাড়ে স্বাগতিকরা। আগামীকাল সন্ধ্যা ৬ টায় এই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং মোহাম্মদ সালাহ এর মিশর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শেখর ধাওয়ান

যে কারনে বিশ্বকাপ ক্রিকেট থেকে বাদ পড়লো ভারতীয় ওপেনার শেখার ধাওয়ান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ থেকে ছিটকে পড়লেন ভারতীয় ওপেনার  শেখর ধাওয়ান। গত ৯ জুন ইংল্যান্ডের