নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক আলিম মাদ্রাসার শিক্ষকের বাড়িতে হামলা চালানোর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা শিক্ষক ইসমাইল। ২৪জুন রবিবার রাতে বন্দর থানায় তিনি এ অভিয্ধোসঢ়;গ দায়ের করেন। অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছন তদন্তকারী
কর্মকর্তা। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড বন্দরের মুরাদপুর এলাকার মৃত বদরুউদ্দিনের ছেলে ও ডেমরা সারলিয়া দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শিক্ষক ইসমাইলের সঙ্গে একই এলাকার মৃত সাইজউদ্দিনের ছেলে নুরমোহাম্মদ তার ভাই হারুন, আনোয়ার হোসেন সালানের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে শুক্রবার সকালে বাড়ির পাশে রাস্তায় ওত পেঁতে থাকে তারা। এসময় ইসমাইল তার বাড়ি পাশে এসে উপস্থিত হওয়া মাত্র নুর মোহাম্মদ তার ভাই হারুন, আনোয়ার হোসেন সালান ও শামীমসহ ৫-৬ জন মিলে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ইসমাইল তাদের উদ্দেশ্য টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় তাকে না পেয়ে তার বাড়ি ঘরে হামলা করে। ইসমাইলের চাচা মোবারক হোসেন ও তার চাচাত বোন বদরুননেছা কলেজের ছাত্রী মিথিলা ভূঁইয়া রিতু বাঁধা দিলে হামলাকারীরা তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ইসমাইল বাদি হয়ে রোববার রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ২৫জুন সোমবার সকালে এসআই আনোয়ার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আনোয়ার হোসাইন জানান, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা প্রমানিত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাংচুরের ঘটনা ঘটে। ইসমাইল তার মাকে বাজার সদাই করে দিতে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাড়িতে আসেন। এ সুযোগ নিতে চেয়েছিল তার প্রতিপক্ষরা।